বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ আপনি বাসের জন্য অপেক্ষা করছেন। আরও অপেক্ষা করবেন নাকি ট্যাক্সি নিয়ে নেবেন ? নাকি অন্য বিকল্প খুঁজে নেবেন। এই সিদ্ধান্ত এবার আরও সহজে নিতে পারবেন। কারণ, সরকারি বাসের গতিবিধি আপনি আরও সহজে জানতে পারবেন।
একটি অ্যাপস তৈরি করছে সি এস টি সি। সি এস টি সির কোন রুটের বাস ডিপো থেকে ছাড়ল, সেই বাসটি এখন কোথায় আছে, জানা যাবে সেই অ্যাপস থেকে। নিজেই বুঝতে পারবেন, অপেক্ষা করা উচিত হবে কিনা। তবে এর জন্য দরকার স্মার্ট ফোন। আর সেই ফোনে সি এস টি সি-র ওই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। আপাতত শুধু সি এস টি সি বাসের ক্ষেত্রেই এই পরিষেবা পাওয়া যাবে। আগামীদিনে অন্যান্য পরিবহন সংস্থাও এই পথে হাঁটতে পারে।