বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ তৈরি হল এক বিরল নজির। এর আগে ভারতরত্নের স্বীকৃতি অনেকেই পেয়েছেন। কিন্তু এই প্রথম কারও বাড়িতে গিয়ে ভারতরত্ন দিয়ে কাউকে সম্মান জানালেন দেশের রাষ্ট্রপতি।
২৫ ডিসেম্বর ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। সেইদিনই ভারতরত্ন হিসেবে তাঁর নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ও গৃহবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী। তাই সৌজন্য দেখিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সিদ্ধান্ত নেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তিনি এই সম্মান তুলে দিয়ে আসবেন।
শুক্রবার সন্ধে নাগাদ তাঁর বাড়িতে পৌঁছন রাষ্ট্রপতি। তুলে দেওয়া হয় ভারতরত্ন। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ক্যাবিনেটের বর্ষীয়াণ মন্ত্রীরা। ছিলেন লালকৃষ্ণ আদবানিও।
প্রাক্তন প্রধানমন্ত্রী এখন কথা বলতে পারেন না। ঠিকমতো চিনতেও পারেন না। মাঝে মাঝেই তাঁর সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শীর্ষনেতারা। এদিনও নির্বাক দৃষ্টিতেই তাকিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।