কৌশিক রায়, শিলিগুড়ি
আবার সম্ভবত মডেল হয়ে উঠতে চলেছে শিলিগুড়ি। গোটা রাজ্যজুড়ে যেখানে ভয়াবহ সন্ত্রাসের অভিযোগ, সেখানে অনেকটাই ব্যতিক্রমী চেহারায় দেখা গেল শিলিগুড়িকে।
মহকুমা পরিষদের নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা ছিল চরমে। তৃণমূলের প্রথমসারির নেতারা প্রচার করে গেছেন শিলিগুড়ি লাগোয়া বিভিন্ন এলাকায়। প্রশাসনকে নগ্নভাবে ব্যবহারের অভিযোগও উঠেছিল বারবার।
অশোক ভট্টাচার্যের একটাই স্লোগান ছিল, যাকে খুশি তাকে দিন, নিজের ভোট নিজে দিন। এই নির্বাচনেও একই স্লোগান ছিল। যেখানেই ভোট লুঠের চেষ্টা, সবাই মিলে একসঙ্গে রুখে দাঁড়িয়েছেন। বড়সড় কোনও ছাপ্পা দেওয়ার বা বুথ দখলের সুযোগ ছিল না শাসক দলের সামনেও।
দিনের শেষে গোটা রাজ্যের যখন অভিযোগের বন্যা, তখন শিলিগুড়িতে কিন্তু মারাত্মক কোনও অভিযোগ নেই। জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী বাম শিবির।