বেঙ্গল টাইমস প্রতিবেদন: সাতাত্তরে কলকাতায় খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। যাঁরা ফুটবলের সামান্য খোঁজখবরও রাখেন, তাঁদের অজানা নয়। অনেক ছবিও মাঝে মাঝেই কাগজে ছাপা হয়। কিন্তু সেই ম্যাচের ভিডিও দেখেছেন? একটু ভেবে বলুন। বছর দেড়েক আগে ফের ঘুরে গেলেন পেলে। অনেক পুরনো ছবি আবার কাগজে ছাপা হল। টিভি চ্যানেলেও সেই স্টিল ফটোগ্রাফি। কিন্তু ভিডিও? না, এতদিন সেভাবে সামনে আসেনি। এবার তা সামনে আসতে চলেছে। আর তা আসছে সদ্যপ্রয়াত শিবাজি ব্যানার্জির সৌজন্যেই।
সেই ম্যাচের ভিডিও একমাত্র তাঁর কাছেই ছিল। প্রসার ভারতী থেকে এই ভিডিও তিনি সংগ্রহ করেছিলেন। অনেকেই চড়া দামে সেই ফুটেজ কিনে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই অমূল্য স্মৃতি হাতছাড়া করতে চাননি প্রাক্তন এই গোলকিপার। পেলের পা থেকে ছো মেরে বল তুলে নিয়েছেন। চল্লিশ বছর পরেও যার স্মৃতি অনেকের কাছেই সতেজ। কিন্তু সেই মুহূর্তটা কেমন ছিল? শিবাজি নিজেও চাননি নিজের ঢাক পেটাতে।
তাঁর ছেলে শান্তনু ফিরিয়ে আনছেন সেই মুহূর্তটা। শিবাজির স্মরণসভায় দেখানো হতে পারে সেই ম্যাচের ভিডিও। যাঁরা দেখতে চান, তাঁরা সেই স্মরণসভায় অবশ্যই আসুন।