বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ গতকালই বার্লিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নেতাজির নাতি সূর্য কুমার বসু। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার আর্জি জানিয়েছিলেন। গতকাল তাঁকে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদি।
একদিনের মধ্যেই সেই ফাইল নিয়ে কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। ক্যাবিনেট সচিবের নেতৃত্বে এই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি থাকবেন, র, আইবি-র প্রতিনিধিরাও থাকবেন। নেতাজি সংক্রান্ত বিভিন্ন ফাইল খতিয়ে দেখা হবে। কোনটি সরকারি গোপনীয়তা বিধির আওতায় পড়ছে, কোনটির ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়তে পারে, এই সব দিক খতিয়ে দেখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, যেগুলি প্রকাশ করলে তেমন ক্ষতির আশঙ্কা নেই, অহেতুক সেগুলি চেপে রাখা হবে না। এমনকি নেতাজি সংক্রান্ত বিভিন্ন কমিশনের রিপোর্টও সামনে আনা হতে পারে।
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও ফাইল প্রকাশের দাবি জানানো হয়েছে। কিন্তু এই ফাইল প্রকাশ হলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যত না বিতর্ক তৈরি হবে, তার থেকে অনেক বেশি প্রতিক্রিয়া ও বিতর্ক তৈরি হবে দেশীয় রাজনীতিতে। রাজনৈতিক মহল মনে করছে, সেই বিতর্কতে বিজেপি হারানোর তেমন কিছু নেই। বরং, এতে কংগ্রেসের ভাবমূর্তিই আরও বেশ মলীন হবে। তাই পররাষ্ট্রনীতির পাশাপাশি রাজনৈতিক দিকগুলিও গুরুত্ব পাবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।