বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ এবার থেকে তৎকাল টিকিট কাটলে তা বাতিল করতে পারবেন। আর সেই বাতিল হওয়া টিকিটে অর্ধেক টাকা ফেরতও পাবেন। ১ জুলাই থেকে আসছে এই নতুন নিয়ম।
তৎকাল টিকিট আগেও বাতিল করা যেত। কিন্তু হাতে যা আসত, তা প্রায় না আসার মতোই। ফলে, তৎকাল কাটলে তা বাতিল হবে না, এরকমই একটা ধারণা ছড়িয়ে গিয়েছিল। অবশ্য ই টিকিট হলে, এবং তা কনফার্মড না হলে, অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত।
রেলসূত্রের দাবি, যেহেতু বাতিল করলেও তেমন টাকা পাওয়া যেত না, তাই অনেকে তৎকাল টিকিট কাটতে সাহস পেতেন না। নতুন নিয়মে আরও বেশি মানুষ তৎকাল টিকিট কাটতে পারবেন। যাত্রীদেরও সুবিধা, রেলেও আয় বাড়বে।
পাশাপাশি, আরেকটি নিয়ম চালু হচ্ছে। আগে সকাল দশটা থেকে তৎকাল কাটা যেত। এখনও সকাল দশটাতেই কাটা যাবে। দশটা থেকে শুধুমাত্র এসি-র কোচের টিকিট কাটা যাবে। নন এসি-র টিকিট দেওয়া হবে বেলা এগারোটা থেকে। রেলসূত্রের দাবি, এতে যাত্রীদের হয়রানি কমবে। একই লাইনে এসি, নন এসি দুরকম কোচের যাত্রীই থাকেন। কেউ এ সি টিকিট কাটছেন বলে যিনি নন এসি কাটবেন, তাঁকেও অপেক্ষা করতে হয়। আবার উল্টোটাও ঘটে। তাই দশটা থেকে এসি-র লাইন, এগারোটা থেকে নন এসি-র লাইন। এতে যাত্রীদের সুবিধে হবে।
পাশাপাশি, রেলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, শুধু তৎকাল যাত্রীদের জন্য কোনও কোনও রুটে আলাদা ট্রেন চালানো হবে। এইসব ট্রেনে শুধু তৎকাল যাত্রীরাই যেতে পারবেন।