বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ তিনি তিনটে আঁচড় মারবেন। দশ লাখ টাকা চলে আসবে। এমনই দাবি মমতা ব্যানার্জির। রবিবাসরীয় বিকেলে বেলেঘাটার প্রচারে ছবি নিয়ে নতুন বিতর্ককে উস্কে দিলেন মুখ্যমন্ত্রী।
তাঁর ছবি নিয়ে নানা মহলে বিতর্ক চলছে। দুদিন আগেই বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এদিন শালীনতার সীমাও ছাপিয়ে গেলেন। ফের টেনে আনলেন ‘হরিদাস পাল’কে। বললেন, ‘তোমরা কে হরিদাস পাল যে তোমাদের কৈফিয়ত দেব ?’
মুখ্যমন্ত্রীর দাবি, ‘আমি তিনটে আঁচড় কাটব, দশ লাখ টাকা চলে আসবে। আমি হাজার কোটি টাকায় ছবি বিক্রি করতে পারি। তোমার ঠাকুরদাদার কী ? তোমরাও আঁকো। দেখব কে কেনে। আমি কী করে দল চালাই, ওদের বলব কেন? ওরা কোথা থেকে টাকা তোলে, তা তো কেউ জানতে চায় না।’