বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ আরও বিড়ম্বনায় পড়ল তৃণমূল। গত পাঁচ বছরে ছবি বিক্রি বাবদ তৃণমূলের কত টাকা আয় হয়েছে, তা জনাতে চাওয়া হল তৃণমূল কংগ্রেসের কাছে। আর সিবিআইয়ের এই নোটিশ পাঠানো হয়েছে তপসিয়ার তৃণমূল ভবনে।
মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন, ছবি বিক্রির টাকায় তাঁর দল চলে। বিরোধীরা এই নিয়ে নানা সময় নানা অভিযোগ তোলেন। তাঁর ছবি কেনার কথা সিবিআইয়ের কাছে স্বীকার করেছেন সুদীপ্ত সেন, গৌতম কুন্ডুরাও। কিন্তু এই নিয়ে সুনির্দিষ্ট তথ্য তৃণমূলের কাছেই জানতে চাইল সিবিআই।
সিবিআইয়ের এই নোটিশ পাঠানো হয়েছিল ৫ মার্চ। কিন্তু এই নোটিশকে সামনে আনেননি তৃণমূল নেতৃত্ব। কিন্তু তৃণমূলকে এই ব্যাখ্যা দেওয়ার জন্য সময় দেওয়া হয় ১০ মার্চ, সকাল সাড়ে দশটা পর্যন্ত। অর্থাৎ, কালকের মধ্যে এই জবাব দেওয়ার কথা। সিবিআইয়ের এই নোটিশে সুনির্দিষ্টভাবে তিনটি বিষয় জানতে চাওয়া হয়েছে। ১) ছবি বিক্রি ২০১০ থেকে ২০১৪ এই সময়ের মাঝে কী কী ছবির প্রদর্শনী হয়েছে ? ছবি বিক্রি বাবদ কত টাকা আয় হয়েছে। ২) বিভিন্ন জায়গা থেকে দল কত ডোনেশান পেয়েছে, কারা সেই ডোনেশান দিয়েছেন ? ৩) জাগো বাংলার বিজ্ঞাপন বাবদ এই পাঁচ বছরে কত টাকা এসেছে ? কারা এই বিজ্ঞাপন দিয়েছেন ?
সিবিআইয়ের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়েছে মুকুল রায়ের নামে। তাঁকেই দলের জেনারেল সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বর্তমানে মুকুল রায় সেই দায়িত্বে নেই। তাই এক্ষেত্রে দলের হয়ে জবাব দেবেন সুব্রত বক্সি। কিন্তু কালকের মধ্যে তৃণমূলের পক্ষে কি জবাব দেওয়া সম্ভব ? সেটাই বড় জল্পনা।