বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ তিনি আসতে পারেন, এমন কোনও খবর ছিল না। হঠাৎ করে সংসদের ক্যান্টিনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় তখন বিরতি। বেশ কয়েকজন সাংসদ ক্যান্টিনেই লাঞ্চ সারছিলেন। সবাইকে চমকে দিয়ে হঠাৎ সেখানে ঢুকে পড়লেন নরেন্দ্র মোদি। সঙ্গে পরিচিত কয়েকজন সাংসদ।
মোদি ঢুকতেই ক্যান্টিন কর্মী থেকে শুরু করে উপস্থিত সাংসদরা, সবাই অবাক হয়ে যান। মোদি একটি চেয়ারে বসে পড়েন। ক্যান্টিনের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ভাই কুছ খানা খিলাও।’ প্রধানমন্ত্রী যে নিরামিষ খান, তা সবাই জানেন। তাঁর জন্য আনা হল ভেজ থালি। সেখানে ভাত, রুটি, ডাল, পাপড়, তরকারি, দই ছিল। সবগুলিই খেলেন মোদি। ক্যান্টিন সূত্রের খবর , খাওয়ার পর বেশ তৃপ্তি প্রকাশ করেছেন মোদি।
যাওয়ার সময় ক্যান্টিনের কর্মীরা তাঁকে কিছু লিখে যাওয়ার জন্য অনুরোধ করেন। মোদি সেখানে সই করে শুভেচ্ছা জানান। খাবারের বিল হয়েছিল ২৯ টাকা। ক্যান্টিন কর্মীরা নিতে না চাইলেও জোর করেই সেই টাকা দিলেন প্রধানমন্ত্রী।
ক্যান্টিনের প্রবীণ কর্মীদের দাবি, এর আগে কোনও প্রধানমন্ত্রী কখনও ক্যান্টিনে খাবার খাননি। সেদিক থেকে সংসদের ক্যান্টিনে নতুন এক ইতিহাস তৈরি হল।