অপর্ণা সেন ! কবে অভিনয় শিখল ?

(দেখতে দেখতে একাত্তর বছরে এসে গেলেন অপর্ণা সেন। তাঁকে নিয়ে অন্য ধরনের লেখা বেঙ্গল টাইমসে। লিখেছেন জ্যোতির্ময় রায়। )

 

বছর আটেক আগের কথা। সিঙ্গুর, নন্দীগ্রাম নিয়ে তখন রাজ্য রাজনীতি উত্তাল। কোন শিল্পী কোন শিবিরে, তা নিয়ে জোর মেরুকরণ।

একজন প্রবল বামপন্থী বলে উঠল, যারা যারা বিরোধীতা করছে, তারা কোনও শিল্পীই নয় কোথাও পাত্তা পায় না। হঠাৎ সব বুদ্ধিজীবী হয়ে ছবি তুলতে চলে এসেছে।

একজন বলল, সে কী বলছ ? অপর্ণা সেনও ওই মিছিলে হাঁটছে।

সেই প্রবল বাম বন্ধুটি বলে উঠল, ‘অপর্ণা সেন ? সে আবার কবে অভিনয় শিখল?’

প্রিয় পাঠক, বিস্মিত হতেই পারেন। কিন্তু বিস্ময়ের এখনও কিছুটা বাকি আছে।

অপর্ণা সেন কবে অভিনয় শিখল ? এই মন্তব্যটা অনেকেরই ঠিক হজম হল না। একজন বলে উঠল, সে কী বলছো ? অপর্ণা সেন অভিনয় জানে না ? সত্যজিৎ রায়ের এত ছবিতে অভিনয় করল। সে অভিনয় জানে না !

প্রবল বাম বন্ধুর এবারের সংলাপ সত্যিই বাঁধিয়ে রাখার মতো, সত্যজিৎ ! সে আবার সিনেমার কী বোঝে ?

  • ●●

aparna-sen4

সেই অপর্ণা সেন। দেখতে দেখতে একাত্তর বছর হয়ে গেল। উত্তমের প্রিয় নায়িকা হিসেবে অনেকেই বলেন সুচিত্রার কথা। কিন্তু কেন জানি না, আমার মনে হয়েছে উত্তমের উল্টোদিকে অপর্ণা সেনকেই বেশি মানায়।

উত্তমের প্রিয় ছবির তালিকায় মেমসাহেব-কে অনেকেই রাখেন না। যদি সম্ভব হয়, একবার মেমসাহেব দেখুন। এখন এই প্রযুক্তির দুনিয়ায় মেমসাহেব দেখা কঠিন কিছু নয়। অনায়াসে ইউ টিউব লিঙ্ক পেয়ে যাবেন। বেশ, এই লেখার সঙ্গেই না হয় সেই লিঙ্ক দিয়ে দিচ্ছি। ছবিতে ক্লিক করলেই দেখতে পাবেন।

(উত্তম-অপর্ণা অভিনীত মেমসাহেব। ছবির লিঙ্কে ক্লিক করলেই পুরো সিনেমাটি দেখতে পারেন। যাঁরা দেখেননি, তাঁরা সময় থাকলে দেখে নিতে পারেন।)
(উত্তম-অপর্ণা অভিনীত মেমসাহেব। ছবির লিঙ্কে ক্লিক করলেই পুরো সিনেমাটি দেখতে পারেন। যাঁরা দেখেননি, তাঁরা সময় থাকলে দেখে নিতে পারেন।)

 

যেমন উত্তম, তেমনি অপর্ণা। দুজনেই যেন অসাধারণ। কী বুদ্ধিদীপ্ত অভিনয়। দেখতে পারেন জয়জয়ন্তী। তথাকথিত প্রেম বলতে যা বোঝায়, তা নেই। কিন্তু নিরুচ্চারেও যে একটা প্রেম থাকে, তা জানতে পারবেন। অনেক পরে হিন্দিতে ছবিটা হয়েছিল। করেছিল আমির খান। ছবির নাম? হাম হ্যায় রাহি প্যার কে। হোটেল স্নো ফক্স বা কলঙ্কিত নায়ক ছবিতেও উত্তম-অপর্ণা জুটিকে মন্দ লাগবে না। আরও একটা ছবি মনের মধ্যে দাগ কেটে আছে। ছবির নাম ‘এখানে পিঞ্জর’ । এইসব ছবিগুলো নিয়ে আলোচনা হয় না। তাই মহানায়কের সঙ্গে তাঁর জুটির কথা সেভাবে উঠে আসে না।

এমনকি অপর্ণার সেরা ছবির তালিকাতেও এগুলো থাকে না। অপর্ণার সেরা ছবি বলতে আমরা তুলে আনি বসন্ত বিলাপ, আলোর ঠিকানা, মোহনার দিকে, বাক্স বদল, প্রক্সি, একান্ত আপন, শ্বেত পাথরের থালা, কড়ি দিয়ে কিনলাম, উনেশে এপ্রিল, পারমিতার একদিন, মহাপৃথিবী, অন্তহীন- এইসব ছবির কথা। হ্যাঁ, এইসব ছবিতেও অপর্ণা তাঁর অভিনয়ের ছাপ রেখেছেন।

কিন্তু মহানায়কের সঙ্গী হিসেবে কিছুটা যেন আড়ালেই থেকে গেছেন।

 

flipkart-bigdiwalisale

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.