বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ কে সেরা, প্রশ্নটা মাঝে মাঝেই উঠে আসে। অনেকেই এগিয়ে রাখেন শচীন তেন্ডুলকারকে। কিন্তু ইমরান খান সাফ জানিয়ে দিলেন, এই ব্যাপারে সুনীল গাভাসকারের সঙ্গে অন্য কারও তুলনাই হতে পারে না। সানি সবার থেকে এগিয়ে।
বিশ্বজয়ী পাক অধিনায়ক কেন এই কথা বলেন, তাও ব্যাখ্যা করেন। তাঁর কথায়, সানিকে কোন পরিস্থিতিতে কাদের বিরুদ্ধে ব্যাট করতে হয়েছে, সেটা একবার ভেবে দেখুন। সবাই হেলমেট পরলেও সানি কখনও হেলমেট পরেনি। মার্শাল, গার্নার, রবার্টস, হোল্ডিং, লিলি, টমসন- কাকে সামলাতে হয়নি? আমি একজন বোলার হিসেবে বলতে পারি, সানিকে আউট করে সবথেকে খুশি হয়েছি। একজন কমপ্লিট ব্যাটসম্যান বলতে যা বোঝায়, সানি তাই। ওর ধারেকাছে অন্য কাউকে বসাতে পারি না।