ভজন দত্ত
কত কিছুই লিখতে পারলাম না জীবনে! অথচ, ভাবি যে কত কি, তার হিসেব রাখে কে! সেদিন গ্রামের বাড়িতে গিয়ে রসিক কাকার মৃত্যুর খবর পেয়ে, ভাবলাম মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখি। ম্যাডাম, গ্রামের গরীব চাষীগুলি আত্মহত্যা করছে আলু চাষ করে,ধানের ও দাম নেই! যা হোক কিছু করুন, এই মৃত্যু মিছিল যেন আর না দেখতে হয়! বড় হাসিখুশি মানুষ ছিল রসিক মাঝি! কোন অবসাদ গ্রাস করে নি তাকে। সম্মানের জন্য, দেনার বোঝা সইতে না পেরে রসিক কাকা গেল চলে।
ভাইপোটা অঙ্কে এম এস সি বি এড করে আজ পাক্কা চার বছর ঘরে বসে আছে, শুধু একটা আশা নিয়ে! এক সময় স্বপ্ন দেখত, শিক্ষকতা করবে সে!
সেদিন ফোন করে সে বললো, ‘কাকু,আর পারছি না, যে কোন একটা কাজ দাও না দেখে ‘।
আমি কিছু বলতে পারিনি ওকে : শুধু রসিক কাকার কথা ভেবে বুকের ভিতর মোচড়খানি টের পেয়েছিলাম আবার নতুন করে।
ভাবি,এসব কথা লিখবো,কিন্তু লেখা হয় না কিছুই! আমি শুধু সাদা পাতায় কলম দিয়ে আঁকিবুকি কাটি!!!