বেঙ্গল টাইমস প্রতিবেদন:
দূর শিক্ষার পাঠক্রম থেকে রাজ।এর চার বিশ্ববিদ্যালয় বাদ। এই চারটি বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্রভারতী, কল্যাণী, বিদ্যাসাগর ও উত্তরবঙ্গ। কোন কোন বিশ্ববিদ্যালয় দূর শিক্ষায় ডিগ্রি দিতে পারবে, তার একটি তালিকা প্রকাশ করেছে ইউজিসি। সেই তালিকায় এই রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তারা হল বর্ধমান ও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
কেন চারটি বিশ্ববিদ্যালয়ের অনুমতি বাতিল হল? সূত্রের খবর, উপযুক্ত পরিকাঠামোর অভাবেই বাতিল করা হয়েছে। ইউজিসি থেকে বলা হয়েছিল, স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। এই চারটি বিশ্ববিদ্যালয় স্থায়ী শিক্ষক নিয়োগ করেনি। উপাচার্যরাও অবশ্য এই ব্যাপারটি মেনে নিয়েছেন।
আপাতত একমাস সময় দেওয়া হয়েছে। একমাস পর ফের আবেদন করা যাবে।