প্রকাশ, আপনিই বলুন, আপনাকে কি এসব মানায় !

সাবিরুল ইসলাম

কলকাতায় দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম মুখ প্রকাশ উপাধ্যায়। সারদা কান্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কংগ্রেসের এই কাউন্সিলর। নিজের এলাকায় যথেষ্ট জনপ্রিয়। নইলে এই বাজারে পুরভোটে এমন মার্জিনে জেতা যায় ! তাও আবার পরেশ পালের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে!

prakash upadhyay

কিন্তু গতকাল সেই প্রকাশ উপাধ্যায়ের একটি আচরণ আমাদের আহত করল। পুরসভার প্রথম মাসিক অধিবেশনে তিনি যে বিষয়টি উত্থাপন করলেন, সেটি না করলেও পারতেন। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই মালা রায় এখন তৃণমূলের কাউন্সিলর ও কলকাতা পুরসভার চেয়ারম্যান হলেও একসময় এই মালা রায়ের পাশে দাঁড়িয়ে আপনিও তো লড়াই করেছেন।

মেয়র যখন তদন্তের কথা বলেছিলেন, তখন আপনি তো মালা রায়ের পাশেই দাঁড়িয়েছিলেন। তাহলে আপনার সেদিনের অবস্থান কি ভুল ছিল‌ ? মালা রায়ের অবস্থান বদলে গেল বলে আপনাকেও অবস্থান বদলে ফেলতে হবে ? তাছাড়া, প্রথম সভাতে এই তিক্ততা না আনাই বোধ হয় ভাল ছিল। বেশ তবু না হয় তদন্তের দাবি করলেন। চেয়ারম্যান স্বভাবতই সেই দাবি মানলেন না। এবার আপনি কি করলেন ? টিভিতে দেখলাম, আপনি সেই কাগজ ছুঁড়ে দিচ্ছেন চেয়ারম্যানের টেবিলের দিকে।

এমনটা যদি তৃণমূলের কোনও কাউন্সিলর করত, অবাক হতাম না। তাঁদের কাছে এটাই প্রত্যাশিত। এমনকি বাম কাউন্সিলররা করলেও হয়ত এতটা খারাপ লাগত না। কিন্তু আমরা আপনাকে একটা অন্য মর্যাদার আসনে বসিয়েছি।  আমরা মানে, দলমত নির্বিশেষে আমার মতো অনেকেই। এমনকি তৃণমূলের নিচুতলার কর্মীরাও কি আপনাকে শ্রদ্ধা করেন না ? এই শ্রদ্ধা আপনি অর্জন করেছেন। আপনি যথার্থই একজন ভদ্রলোক। আপনিই বলুন, আপনাকে কি এসব মানায় ?

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.