বেঙ্গল টাইমস প্রতিবেদন:
পঞ্চায়েত ভোট হবে তিন দফায়। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন কমিশন চাইছে, মে মাসের পনেরো তারিখের মধ্যেই ভোটের প্রক্রিয়া সেরে ফেলতে।
রাজ্য সরকারও চেয়েছে, মে মাসেই ভোট করতে। এক দফায় করলে পুলিস নিয়ে সমস্যা হতে পারে। এত বড় রাজ্যে একদফায় ভোটে নানা হিংসা, অশান্তির আবহ তৈরি হতে পারে। সেই ভেবেই তিন দফায় ভোটের সুপারিশ করেছিল রাজ্য। নির্বাচন কমিশন সেই সুপারিশকে মান্যতা দিয়েই তিন দফায় ভোট সেরে ফেলতে চেয়েছে।
বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছেন। গত পঞ্চায়েতে পাঁচ হাজারেরও বেশি আসনে বিনা লড়াইয়েই জয়ী হয়েছিল শাসক দল। অভিযোগ, বিরোধীদের মনোনয়ন তুলতেই দেওয়া হয়নি। এবারও সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। রাজনৈতিক মহলের আশঙ্কা, এবার সেই প্রবণতা আরও বাড়তে পারে। তাই মনোনয়ন পর্ব থেকেই নিরাপত্তা দেওয়ার দাবি জোরালো হচ্ছে।