আকাশচুম্বী এক অরণ্য

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ এই তো দেখেছি, আদ্যিকালের দেওয়াল ফুঁড়ে/‌জংলা গাছের বাচ্চা খেলে হাত পা ছুঁড়ে/‌কার তাতে কী?‌

সেই আদ্যিকালের দেওয়ালে নয়, একেবারে ঝাঁ চকচকে নতুন ইমারতেই হাত পা খেলবে বিভিন্ন গাছগাছড়া। দূর থেকে মনে হবে, ‘‌ওই তো অঢেল সবুজের সমারোহ’‌। মনে হবে, আস্ত একটা অরণ্য আপনার সামনে দাঁড়িয়ে। এ এক আজব ইমারত। এ এক আজব অরণ্য। এমন অরণ্যের প্রস্তুতি চলছে চীনের নানজিংয়ে। সবকিছু ঠিকঠাক চললে, সামনের বছরের শুরুতেই আত্মপ্রকাশ করবে এই ভার্টিকাল ফরেস্ট।

aranya

বিশ্ব উষ্ণায়ণের যুগে এই ইমারত একটা বার্তা হতেই পারে। ৮ তলা থেকে ৩৫ তলা, প্রতিটি তলাতেই থাকবে অসংখ্য গাছ। ১১০০ বড় গাছ ও ২৫০০ ছোট গাছ লাগানো হচ্ছে। বিজ্ঞানীদের দাবি, সেই গাছগুলি ২৫ টন কার্বন মনোক্সাইড ডেনে নিয়ে ৬০ কিলো অক্সিজেন ফিরিয়ে দেবে। বিভিন্ন তলায় থাকবে বিভিন্ন কর্পোরেট অফিস। থাকবে সুইমিং পুল, শপিং মল।

aranya3

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.