সুন্দরবনে আপনার সফরসঙ্গী ফেলুদা!‌

বৃষ্টি চৌধুরি
এপার বাংলার সুন্দরবনের কথা অনেকেই জানি। কিন্তু ওপার বাংলার সুন্দরবন। কজন জানি?‌ জানলেও কখনও কি ঘুরে আসার কথা ভেবেছি?‌ আরা কথায় কথায় ইউরোপ, আমেরিকা সফরে ছোটেন, তাঁরা কি পড়শী দেশে যাওয়ার কথা ভেবেছেন?‌ আর সেই পড়শী দেশ যদি এক নায়কের সঙ্গে হয়, তাহলে কেমন হয়?‌ ধরে নিন, আপনার সঙ্গে একইসঙ্গে যাচ্ছেন সব্যসাচী চক্রবর্তী। সারাদিন তাঁর সঙ্গে গল্প করছেন। আড্ডা দিচ্ছেন। একসঙ্গে খাওয়া–‌দাওয়া করছেন। এভাবেই বাংলাদেশের সুন্দরবনে যদি কয়েকটা দিন কেটে যেত।
এমনই আয়োজন করেছে অভয়ানা হলিডেজ। বিশ্বের নানাপ্রান্তে তাদের প্যাকেজ ট্যুর। কিন্তু এবার বেশ সাড়া ফেলেছে বাংলাদেশের সুন্দরবন অভিযান। কলকাতা থেকে বাতানুকূল বাসেই বাংলাদেশ রওনা হওয়ার কথা। যাত্রা শুরু ২৬ জানুয়ারি। বড় চমক হল, আপনার সঙ্গে একই বাসে থাকবেন ফেলুদা। অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী। টানা সাত দিন তিনি আপনার সঙ্গী। কটকা, ত্রিকোন দ্বীপ, মেহের আলি চর, কোকিলমণী, হাড়বোড়িয়া, টাইগার টিলা একবার ঘুরে দেখতেই পারেন। খরচ যে খুব বেশি, এমনও নয়। সঙ্গে সব্যসাচীর থাকা বাড়তি পাওনা।

sundarban3
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য বিশেষ সুনাম আছে সব্যসাচীর। আফ্রিকার জঙ্গলেও পাড়ি দিয়েছেন। দারুণ দারুণ সব ছবি তুলে এনেছেন। সেইসব ছবি নিয়ে প্রদর্শনী হয়েছে। ডিভিডি–‌ও রয়েছে। যেখানেই শুটিংয়ের জন্য যান, সময় পেলেই বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে। গাড়ির স্টার্ট বন্ধ করে শুনশান জঙ্গলে পাখির আওয়াজ শোনেন। টলিউডের অভিনেতা–‌অভিনেত্রীদের মধ্যে তাঁর মতো ভ্রমণপ্রিয় ও প্রকৃতিপ্রেমিক আর কেউ আছেন বলে মনে হয় না। সেই সব্যসাচী যাচ্ছেন অভিয়ানার সঙ্গে। চাইলে আপনিও যেতেই পারেন।

 

aviana

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.