মৌতান ঘোষাল
পরিশ্রমের কোনও বিকল্প হয় না। আর এটা খুব ভালভাবেই জানেন বর্তমান বলি কন্যারা। তাই তো তাঁদের উত্থানের গতি এত দ্রুত। যেমন এই প্রজন্মের দুই নায়িকার কথাই ধরা যাক। অণুষ্কা শর্মা আর শ্রদ্ধা কাপুর। প্রেক্ষাপট আলাদা হলেও রুপোলি পর্দা’র এই দুই তারকাই এখন বেশ চর্চায় নিজেদের পেশাদারিত্বের জন্য।
এই সেদিন টিন্সেল টাউনে পা রাখলেন, আর এসেই পরপর হিট ছবি। বছর চারেকের মধ্যেই তাই প্রোযোজনার কাজে নেমে পড়লেন অনুষ্কা শর্মা। মুক্তি পেল প্রোডিউসার হিসাবে তাঁর প্রথম ছবি ‘NH10”। প্রথম দর্শনে ছবি প্রশংসাও পেয়েছে চলচত্র জগতের। ছবির পরিকল্পনা থেকে বিপণন সবকিছুর জন্য কম পরিশ্রম করতে হয়নি অণুষ্কাকে। ঝক্কি সামলাতে হয়েছে সেন্সর বোর্ডেরও। নিজের প্রথম ছবি থেকে প্রোডিউসার অণুষ্কা আর অভিনেত্রী অণুষ্কার মধ্যে সুক্ষ্ম তফাতও গড়ে নিয়েছেন এই বলিউড স্টার। মূল ধারার ছবি থেকে জেন ওয়াই’র পছন্দের তালিকায় চলে অণুষ্কার প্রযোজিত ছবি কিন্তু একটু অন্য ধারার । আর ছবি মুক্তির দিনই জানিয়ে দিয়েছেন তাঁর নিজের প্রোযোজিত সব ছবিতে তিনি থাকবেন এমন নাও হতে পারে। চরিত্রের প্রয়োজনের উপর নির্ভর করবে সবটা।
অন্যদিকে প্রায় তাঁরই সমসাময়িক শ্রদ্ধা কাপুর নিজেকে তৈরি করছেন তাঁর পরবর্তী ছবি “রক অন২” এর জন্য। আগের দশকে মুক্তি পাওয়া “রক অন” নতুনভাবে চিনিয়েছিল পরিচালক অভিনেতা ফারহান আখতারকে। হিন্দি সিনেমায় একটা নতুন ধারা আমদানি করে মানুষের মনে জায়গা করে নিয়েছিল ছবিটি। এবার তাঁর সিকুয়েল হতে চলেছে। আর শ্রদ্ধা সামনেও সুযোগ নিজেকে আরও একবার প্রমাণ করার। নিজের প্রথম ছবি “আশিকি২” তেও এক উঠতি গায়িকার ভূমিকায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন শ্রদ্ধা। এবার “রক অন ২”। চুক্তি সই করার পরই নাকি সারাক্ষণ রক মিউজিকই শুনছেন শ্রদ্ধা। শুধু শোনাই নয় রক মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্সেও ভর্তি হয়েছেন শ্রদ্ধা, যাতে বিষয়টা সঠিকভাবে বুঝে নিজের চরিত্রে যাতে সাবলীলভাবে অভিনয় করতে পারেন তার জন্য। এই না হলে ডেডিকেশন!