বেঙ্গল টাইমস প্রতিবেদন: দার্জিলিং মানেই বাঙালির কাছে এক নস্টালজিয়া। আর দার্জিলিং বললেই প্রথমে যে ছবিটা ভেসে ওঠে, তা হল ম্যাল। এবার সেই ম্যালের চেহারাই বদলে যাচ্ছে। পুজোর সময় যাঁরা পাহাড়ে যাবেন, তাঁরা হয়ত ম্যালকে চিনতেই পারবেন না।
অনেকদিন ধরেই ম্যালের সংস্কার নিয়ে কথা হচ্ছে। এবার কাজ চলছে জোরকদমে। শুরুতেই বদলে ফেলা হচ্ছে ম্যালের মেঝে। একেবারে আধুনিক চেহারায় দেখা যাবে এই ম্যালকে। থাকবে আরও উঁচু প্রাচীর। বসার জন্য সুদৃশ্য চেয়ার। এতদিন হেঁটেই উঠতে হত ম্যালে। গাড়ি রাখার জায়গা ছিল না। এবার অন্তত ৫০–৬০ টি গাড়ি যেন পার্কিং করা যায়, তারও ব্যবস্থা থাকছে। ম্যালকে করা হচ্ছে আরও চওড়া। সেইসঙ্গে কাঞ্চনজঙ্ঘাকে যেন আরও স্পষ্ট দেখা যায়, সেই কারণে বেশ কিছু অংশকে ভেঙে নতুন করে তৈরি করা হবে।
বর্ষার আগেই যেন সংস্কারের কাজ শেষ হয়ে যায়, সেই লক্ষ্যেই দ্রুত কাজ চলছে। পুরো কাজটি হচ্ছে জিটিএ–র তত্ত্বাবধানে। রাজ্য সরকারও প্রয়োজনীয় সাহায্য করছে।