বেঙ্গল টাইমস প্রতিবেদন: অনেকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। এই মরশুমে লাল হলুদের কোচ হচ্ছেন বাস্তব রায়। সরকারিভাবে তিনি কোচ। আসলে, সুভাষ ভৌমিকের সহকারী।
সুভাষ ভৌমিককে টিডি হিসেবে আগেই আনা হয়েছে। কিন্তু তাঁর এ লাইসেন্স নেই। তাই, এ লাইসেন্সধারী হিসেবে একজনকে রাখতে হত। এটিকে থেকে নেওয়া হল বাস্তবকে।
গত মরশুমে কোচ খালিদ জামিলের মাথার ওপর টিডি করে বসানো হয়েছিল আসিয়ানজয়ী সুভাষকে। দুই কোচের মধ্যে নানা ব্যাপারেই মতবিরোধ তৈরি হয়। তাঁদের ঝগড়া প্রায়ই শিরোনামে চলে আসত। ফুটবলাররাও বুঝতেন না কার কথা তাঁরা শুনবেন। কর্তাদেরও বিড়ম্বনায় পড়তে হয়েছে।
তাই এবার কোচ বাছাইয়ের ক্ষেত্রে সুভাষের মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে।