বেঙ্গল টাইমস প্রতিবেদন: এই নিয়ে কতবার তিনি পদত্যাগ করলেন আর কতবার ফিরে এলেন, বলা কঠিন। আবার সেই পদত্যাগের সস্তা নাটক দেবাশিস দত্তর। সঙ্গে এবার সৃঞ্জয় বসু। এবার তাঁদের তোপ সচিব অঞ্জন মিত্রের দিকে। অঞ্জন নাকি তাঁদের কাজ করতে দিচ্ছেন না।
চিরকাল অঞ্জন–দেবাশিস নাম দুটো একসঙ্গেই উচ্চারিত হয়েছে। ক্লাবের পক্ষে টুকটাক যা সিদ্ধান্ত নেওয়ার, মূলত দেবাশিসই নিয়েছেন। কিন্তু যখনই ব্যর্থতা আসে, তখনই দায় ঝেড়ে ফেলেন। অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবারও ব্যতিক্রম হয়নি। সামনেই নির্বাচন। ফের সস্তা নাটক শুরু করে দিলেন। নিশ্চিত থাকুন, যতই ক্লাব থেকে দূরে থাকার কথা বলুন, আবার ফিরে আসবেন। মোহনবাগানের সঙ্গে না থাকলে কে চিনবেন? কাগজে নামও বেরোবে না। ফলে কোনও না কোনও বাহানায় আবার ফিরে আসবেন।
Categories
খেলা
ফের পদত্যাগের সস্তা নাটক দেবাশিসের
