সোহম সেন
কলকাতা আবার জিতল। চারিদিকে পটকা ফাটছে। কোয়েস্ট মলে উৎসব হচ্ছে। এ শুভেচ্ছা জানাচ্ছে, ও পুরস্কার ঘোষণা করছে। নায়কের বাড়িতে রিপোর্টাররা যাচ্ছে, তারা নানা রকম কথা বলছে। হাসিমুখে টিম মালিকদের ছবি ছাপা হচ্ছে, সৌরভের পাশে সানার হাসিমুখের ছবি বেরোচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা তো আড়ালেই থেকে যাচ্ছে।
একেবারে শুরুতেই অ্যাটলেটিকো কর্তারা বলেছিলেন, তাঁরা নাকি আবাসিক অ্যাকাডেমি করবেন। নতুন নতুন প্রতিভা তুলে আনবেন। তিন বছর পেরিয়ে গেল। কোথায় কী ? এটিকে কর্তারা মাঝে মাঝেই দাঁত কেলিয়ে নবান্নে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ক্রীড়ামন্ত্রী তো তারকা দেখলেই পোজ দিয়ে ছবি তুলতে দাঁড়িয়ে যান । সরকারের সঙ্গে যখন এত ঘনিষ্ঠতা, তখন জমি পেতে নিশ্চয় সমস্যা হওয়ার কথা নয়। এর মধ্যে স্টেডিয়ামের জন্য একপ্রস্থ জমির ঘোষণাও হয়েছে।
এঁদের যত আগ্রহ, তা ওই জমি পাওয়ার দিকে। জমি পেয়ে গেলে কোনদিন দেখবেন একটা বিশাল আবাসন বা আরও একটা কোয়েস্ট মল গোছের কিছুএকটা হয়ে গেছে। সেখানে এটিকে বা ফুটবলের জন্য হয়ত একটা স্টল থাকবে। এঁরা নিজেরা খেলোয়াড় তৈরি করবেন না। মাছের তেলে মাছ ভাজবেন। দুবার চ্যাম্পিয়ন হয়ে গেলেন। এখন উৎসবের আবহ চলবে। এই উৎসবের আবহে বেসুরো শোনালেও এই প্রশ্নটা ছুঁড়ে দিন, গোয়েঙ্কাবাবু, অ্যাকাডেমি কবে করবেন ?
