বেঙ্গল টাইমস প্রতিবেদন: দলবদলের বাজারে বড় চমক দিল ইস্টবেঙ্গল। এবার লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে সদ্য বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফুটবলার জন আকোস্তাকে।
বয়স ৩৪। আগের বিশ্বকাপেও খেলেছেন। এই বিশ্বকাপেও খেলেছেন। এবার ব্রাজিলের গ্রুপেই ছিল কোস্টারিকা। নেইমারদের প্রায় শেষমুহূর্ত পর্যন্ত রুখে দিয়েছিলেন।
অনেকদিন ধরেই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিল ইস্টবেঙ্গল। তাঁর এজেন্টের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছিল। অবশেষে নতুন স্পন্সর আসার পর চূড়ান্ত হল।
কলকাতার ফুটবলে বিশ্বকাপার নতুন নয়। কিন্তু তাঁরা এসেছেন বিশ্বকাপ খেলার অনেক পরে। কিন্তু একেবারে বিশ্বকাপ খেলেই কলকাতায় এর আগে কেউ আসেননি। নতুন মরশুমে আইএসএলে খেলার প্রস্তুতি নিচ্ছে লাল হলুদ। আকোস্তাকে নেওয়া সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে যাওয়া। ক্লাবসূত্রের খবর, প্রায় দু’কোটি দিয়ে আনা হচ্ছে আকোস্তাকে। আগস্টের শুরুতেই কলকাতায় এসে যাওয়ার কথা। কলকাতা লিগেও তাঁকে লাল হলুদ জার্সি গায়ে দেখা যেতে পারে।