মাস্টার*!
______________
*ডিএ* চাইলে লোভী,
*ছুটি* চাইলে ফাঁকিবাজ।
দামী *পোষাক* পরলে..
‘এই কী মাস্টারের *ড্রেস* ‘?
সাধারণ *পোষাক* পরলে
‘মাস্টারতো,চরম *কিপটে* ।’
মাছের বাজারে *দর* করলে
‘মাস্টার *জাতটাই* এরকম’
যতই *মাইনে* দাও অভাব ঘুচবে না।”
দর না করলে… “বুঝতেই পারছেন, *টিউশানির* ব্যবসা।”
*রাজনীতি* করলে.. জনগণ বলবে, ” *ক্লাস ফাঁকি* দিয়ে পার্টি করে”।
রাজনীতি না করলে, নেতা বলবে, ” *সুবিধাবাদী* , গা বাঁচিয়ে চলে”।
ছেলেকে *শাসন* না করলে মাথায় চাপবে,
শাসন করলে গার্জেন *এফ.আই.আর* করবে।
পরীক্ষার হলে চোখ বুঁজে থাকলে দায়িত্বজ্ঞানহীন *ফাঁকিবাজ* ,
চোখ খুলে রাখলে রাস্তায় বোম মারার *হুমকি* ।
প্র্যাকটিক্যালে ঢেলে *নম্বর* দিলে “খাতা টাতা ঠিকমতো দেখে নাকি?”
না দিলে,” নম্বর কি নিজের *পকেট*** থেকে দিচ্ছেন? দু’নম্বর বেশি পেলে *পজিশন* পেতে পারত”।
আচ্ছা, আমাদের আচরণে বা দৈনন্দিন জীবনযাপনে সত্যিই কী এরকম কিছু আছে যার জন্য আমরা এরকম তিক্ত উপহাসের শিকার হই?
নাকি সামাজিক সম্পদের অসম বন্টন কোথাও একটা বঞ্চনার ক্ষেত্র তৈরী করে,একটা হতাশা জন্ম দেয়? যে জায়গা থেকে আমাদেরকে এইরকম ভাবে আঘাত দেওয়া হয়? হয়তো সবটাই লঘু পরিহাস বলে উড়িয়ে দেওয়া যায় কিন্তু নিঃশব্দ রক্তক্ষরণ যে হয়েই চলে!
(হোয়াটস অ্যাপ মারফত সংগৃহীত)